ছবি সংগৃহীত
সখীপুর বিএনপির সহ- সভাপতি মোঃআকবর হোসেনের স্হগিতাদেশ প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপি এক বিজ্ঞপ্তিতে সখীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকবর হোসেনের বিরুদ্ধে নেওয়া পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে যে স্থগিতাদেশ জারি করা হয়েছিল, তার আবেদনপ্রক্রিয়া বিবেচনায় নিয়ে জেলা কমিটি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এখন থেকে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে অংশ গ্রহণ করে দলের শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা প্রকাশ করা হয়েছে। সিদ্ধান্তে জেলার সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল স্বাক্ষর করেছেন। অনুলিপি সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।