ছবি সংগৃহীত
মোঃআঃহামিদ মুকুলঃ টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সখীপুর থানা গঠনের অন্যতম সংগঠক, উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমিদাতা, সখীপুর পি.এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা ও জমিদাতা “দানবীর শেখ হায়েত আলী সরকারের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯ টায় নিজ বাড়িতে কবর জিয়ারত,পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল এবং দুপুরে সখীপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজে স্মৃতি চারণ আলোচনাসভা ও বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে অংশ নেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, ওসি মোঃ আবুল কালাম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমিন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল হক আল আজাদ, সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান, সখীপুর সরকারী কলেজের বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার শিকদার,সখীপুর পি.এম. পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, শিক্ষক ফজলুল হক, পরিবারের পক্ষে মরহুমের জ্যেষ্ঠ পুত্র আব্দুল বারেক মিয়া এবং দানবীর প্রয়াত শেখ হায়েত আলী সরকার স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি ও মরহুমের কনিষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব , নাতি শেখ মেনন, শেখ জাহাঙ্গীর ও নাতি শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত ‘সহ পরিবারের অন্যান্য সদস্য শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।