ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ সহ জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১সেপ্টেম্বর)বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ধোপারচালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এসময় যৌথ বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোচ সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে অভিযান করে বিপুল পরিমাণ দেশী চোলাই মদ সহ মদ তৈরির উপাদান ধ্বংস করে।এ অভিযানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী নেতৃত্বে অফিসার ইনচার্জ আবুল কালাম ভূইয়ার নির্দেশনায় বিপুল সংখ্যক টহল পুলিশসহ সেনাবাহিনী অংশ নেয়।অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সটঁকে পড়ে।এ অভিযানে স্থানীয় বাসিন্দা হরিলাল কোচের ছেলে বাদল কোচ(৪৮)নামের এক ব্যক্তিকে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার করে।অভিযান শেষে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮অনুসারে আটক ব্যক্তিকে ২’শ টাকা অর্থদন্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী বলেন,মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে