
নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে “মহান বিজয় দিবস” ও আমরাও পারি (স্বেচ্ছাসেবী সংগঠন)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সখীপুর পৌরসভা ১নং ওয়ার্ড কাহারতা জোড় পুকুর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে “আমরাও পারি” সংগঠনের সভাপতি হাসান মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষামূলক বিষয়ক সম্পাদক সালমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।
মহান বিজয় দিবস ও আমরাও পারি (স্বেচ্ছাসেবী সংগঠন)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কার্যক্রম সকাল ৮ টা থেকে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে শুরু হয়। দিনের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সংগঠনের শপথ বাক্য পাঠ করা হয়, যা সদস্য ও স্বেচ্ছাসেবকদের মধ্যে মানবসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।
পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং একই সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে দেশপ্রেম ও মহান বিজয়ের চেতনায় এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের সম্মানিত মানুষজন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- মোঃখলিলুর রহমান,হাজী আব্দুল গনি, আওয়াল মাহমুদ, এস এম শফিকুল ইসলাম শফি ও মোশারফ হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মোঃআব্দুল হামিদ মুকুল,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সুজন সহ সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উদ্যাপন করা হয়। একই সঙ্গে সংগঠনের নতুন জার্সি উন্মোচন করা হয়, যার স্পন্সর ছিলেন আওয়াল মাহমুদ। তাঁর আন্তরিক সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সংগঠনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়, যা সকাল ১০ টা হতে শুরু হয়,বিপুল সংখ্যক রোগীর উপস্থিতির কারণে ক্যাম্পটি দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত হয়। এই মেডিকেল ক্যাম্পে মোট ১৩৬ জন সেবাগ্রহণকারী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। এখানে সকল রোগের প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প স্পন্সর করায় মানবিক হাসপাতাল-কে আমরাও পারি (স্বেচ্ছাসেবী সংগঠন)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে মহান বিজয় দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য সুন্দরভাবে তুলে ধরা হয়।
সার্বিকভাবে, এই আয়োজন মানবসেবা, ঐক্য ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে।