ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে ১৩ আগষ্ট বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে বিগত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আনিসুর রহমান। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান। কাকড়াজান ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি সানোয়ার হোসেন এবং পৌর ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূইয়া জানান, এটি নিয়মিত অভিযানের অংশ। অপরাধীদের গ্রেফতারে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।