প্রতিকী ছবি
পারিবারিক সূত্রে জানা যায়, শামীম দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল হোসেন বলেন, শামীমের পরিবার খুব অসহায়। মাছ ও অটোচালিয়ে তাদের সংসার চলতো। অকালে ছেলেটার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।