প্রতিকী ছবি
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরএলাকার কাঁচাবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে।এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করে। সোমবার (১৫ সেপ্টেম্বর)ভুক্তভোগী জানায়,দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তি মাছ ব্যবসার পাশাপাশি নিজ উদ্যোগে একটি এনজিও পরিচালনা করে।গত ৭ মাস আগে ভুক্তভোগীকে এনজিওর কাজে নিয়োগ দেয়।কিন্তু তারপর থেকে এনজিও মালিক, ছদ্মনাম বীথি আক্তার (২২)কে নানা সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
যার কারণে কিছু দিন আগে চাকরি ছেড়ে দেয়।অভিযুক্ত কাদের ভূইয়া (৪০) দাড়িয়াপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের হাকি ভূইয়ার ছেলে।ভুক্তভোগী জানায়, ঘটনার দিন দুপুরে এনজিও মালিক তাঁকে ২টি সঞ্চয়ী বইসহ হিসাব বুঝে দেওয়ার তাগিদ দেয়।পরে তার স্বামী সোহেলকে নিয়ে কাঁচাবাজার এনজিও অফিসে আসে বীথি,সোহেলকে কৌশলে ঐ মালিক সঞ্চয়ী বইয়ের কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয়। এ সুযোগে বীথিকে একা পেয়ে এনজিও মালিক গলা টিপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে।এনজিওর মালিক এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।পরে ভুক্তভোগীর স্বামী সোহেলকে মোবাইল ফোনে জানালে,দ্রুত সময়ে থানায় উপস্থিত হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়া জানান,ঘটনা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।