নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখীপুরে আবার আরেকজন কৃষকের গোয়ালঘর শূন্য করে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের সোনাতলা সিকদারবাড়ি এলাকার এক কৃষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
গোয়াল শূন্য হওয়া ওই কৃষকের নাম লুৎফর রহমান (৩৫)। তিনি ওই গ্রামের কৃষক আবু হানিফের ছেলে।
এর আগে গত শনিবার রাতে
উপজেলার দারিয়াপুর ইউনিয়নের প্রতিমা বংকী গ্রামের কৃষক বিল্লাল হোসেনের গোয়াল শূন্য করে তিনটি গরু চুরি হয়। এর তিন বছর আগে একই গোয়াল থেকে তাঁর (বিল্লাল হোসেন) পাঁচটি গরু চুরি হয়েছিল।
ক্ষতিগ্রস্ত কৃষক লুৎফর রহমান জানান, বুধবার রাতে গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। ভোরে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালে একটি গরুও নেই। গোয়ালঘর থেকে চোরচক্র অস্ট্রেলিয়ান জাতের দুটি গাভি, একটি ষাঁড় ও একটি বকনা বাছুরসহ চারটি গরু চুরি করে নিয়ে যায়।
বড়চওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা ১০ টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসেছিল। কৃষকের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে গেছেন।
ভুক্তভোগী কৃষকের বাবা আবু হানিফ জানান, আমার ছেলে অসুস্থ। গরু লালন পালন ও দুধ বিক্রি করে তাঁর সংসার চলে। চুরি যাওয়া ওই চার গরুর আনুমানিক বাজার মূল্য পাঁচ লাখ টাকা বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূইয়া জানান, গরু চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে চোরদের শনাক্ত করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।