ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এমএমচালা বিট কার্যালয়ের প্রহরীদের ওপর হামলার ঘটনায় সখিপুর থানায় মামলা হয়েছে।এমএম চালা বিট কর্মকর্তা রুমিউজ্জামান বাদী হয়ে স্থানীয় সদস্য আলাউদ্দিন, শের আলীসহ ৭ জনকে আসামি করে শনিবার রাতে এ মামলাটি হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জের এমএমচালা বিটের বন প্রহরী আব্দুল মোতালেব ও ওয়াসার খসরু মিয়া গত শনিবার দুপুরের দিকে উপজেলার ছাতিয়াচালা এলাকা থেকে এক ভ্যান শাল গজারি গাছের লাকড়ি জব্দ করে বিট কার্যালয় নিয়ে আসেন। ওইদিন বিকেলের দিকে ওই দুইজন বন প্রহরী দায়িত্ব পালন কালে ছাতিয়া বাজারে গেলে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন ও শের আলীর নেতৃত্বে আসামিরা লাঠি সোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে করে দুই বন প্রহরী গুরুতর আহত হয়। খবর পেয়ে বিট কর্মকর্তা রুমিউজ্জামান ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আসামিরা হচ্ছেন— আলাউদ্দিন (৫৫), শের আলী (৫০), আপন হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), আয়নাল মিয়া (৫০), আজাহার আলী (৪৫), বাহাদুর মিয়া (৪০)।
মামলার বাদী রুমিউজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে ছাতিয়া বাজারে গেলে আসামিরা আমাকে ও রেঞ্জ অফিসার স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকেও মারতে আসে।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের সভাপতি হুমায়ূন আহমেদ বলেন, ইউপি সদস্য ও তাঁর ভাই বনপ্রহরিদের মারধর করার সময় আমার ওয়ার্ডের নেতা শের আলী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি দুই পক্ষের সঙ্গে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। মীমাংসা করতে গিয়ে তাদের আসামি হতে হয়েছে। ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, আমি উভয় পক্ষকে ধমক দিয়ে নিভৃত হতে বলেছি অথচ আমি এখন আসামি।
সখিপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী বলেন, বন বিভাগের প্রহরীদের ওপর হামলার মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।