টাঙ্গাইলের সখিপুরে প্রান্তিক পর্যায়ের প্রায় ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।উপজেলা পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার (২৮অক্টোবর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল্লাহ আল রনী। জানা যায়, রবি/২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, সূর্যমূখী, মসুর, খেসারী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।