
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রবিবার বেলা ১১ঃ০০ টায় মুক্তিযোদ্ধাগণ তদন্ত কর্মকর্তার অবসারণ ও শাস্তি দাবী করে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান গুরগাঁ। তিনি জানান জজকোর্ট টাঙ্গাইল মোকদ্দমা নং১১৬/২৫। মামলার বাদী মোঃ আজিজ তালুকদার পিতা-মৃত মুক্তার আলী তালুকদার সাকিন গড়গোবিন্দপুর সখিপুর টাঙ্গাইল, বিবাদী মোঃ শামসুল হক পিতা মৃত হুরমুজ আলী, সাকিন সখিপুর, মোতালিব পিতা আব্দুল বাসেত ওরফে নোয়াইছা, খোরশেদ ওরফে খুছরু পিতা মৃত হবিবর শিকদার উভয় সাকিন গড় গোবিন্দপুর সখিপুর । বাদীর দলিল নং ৬৭৪২, তারিখ ০৫/০৪/১৯৭৯, জমির পরিমাণ ৩ শতাংশ তৎকাতে এক শতাংশ। উক্ত ৬৭৪২ দলিল গ্রহী তাদের নাম মোঃ মুক্তার আলী তালুকদার পিতামৃত জোনাব আলী ,আবুল হোসেন পিতা মৃত আব্দুল সবুর, আবু তাহের মিয়া পিতামৃত আবেদ আলী সর্ব সাং গড়গোবিন্দপুর ১১৫, এস এ খতিয়ান নং ২৮২,সে:মে: দাগ নং ১০৮, মোট জমির পরিমাণ ০৩ শতাংশ। কোর্ট কমিশনার আব্দুল লতিফ ১৭ জানুয়ারি তদন্ত করতে আসেন। তিনি উভয় পক্ষের কাগজপত্র বাদী-বিবাদীর বক্তব্য না নিয়েই বাদীর পক্ষ নিয়ে চলে যান। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের প্রয়াত সাবেক এমপি কৃষিবিদ শওকত মোমেন শাজাহান এর ভাই আজিজুল তালুকদার জোরপূর্বক মুক্তিযোদ্ধাদের টাকায় নির্মিত বিল্ডিং এর ঘরটি জবরদখল করে রেখেছে। এর প্রতিবাদ করায় এবং ভাড়া বন্ধ করে দেওয়ায় আজিজুল ক্ষিপ্ত হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেছে। এমনকি তদন্তেও বাধাগ্রস্থ করছে। তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফ সাহেব তদন্তের নামে বাদীর পক্ষ অবলম্বন করেছেন। আমরা মুক্তিযোদ্ধাগণ তদন্তকারী কর্মকর্তার অপসারণ, শাস্তি দাবী ও সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করছি । এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কোর্ট কমিশনার আব্দুল লতিফ সাহেবের সাথে মোটো ফোনে যোগাযোগ করলে তিনি কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।