
নিজস্ব প্রতিবেদকঃ
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি স্লোগানে টাঙ্গাইলের সখিপুরে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার(৩ডিসেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় সখিপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুল বাছেত মিয়ার সভাপতিত্বে ও রাজীব আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) শামছুন নাহার শিলা,সমাজসেবা কর্মকর্তা মোঃ মনসুর আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক আল আমিন সিকদার ও সাবেক সভাপতি সুমন সরকার প্রমূখ।
দিবসটিতে প্রায় শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। আলোচনা শেষে উপস্হিত সকলের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।