
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা রোধে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজের নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত ২টা-৩টা পর্যন্ত টানা ৮ থেকে ৯ ঘণ্টা এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের নজর এড়িয়ে ভ্যাকু মেশিন ব্যবহার করে পাহাড়ি লাল মাটি ও নদীর তীরের মাটি অবৈধভাবে কাটা হচ্ছিল। এসব মাটি ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল, যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি কৃষিজমি ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বাঁশতৈল, পলাশতলী, আজগানা, চানপুর, বেলতৈল ও মামুদপুরসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত ১৪ জনকে আটক করা হয়। এ সময় ১৪টি মামলায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক আজিজ বলেন, একাধিক স্থানে অভিযান চালিয়ে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।সেসব স্থানে কাউকে আটক করা সম্ভব হয়নি, সেসব পয়েন্টে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।