
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীদের নিয়ে কটুক্তি করা সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ প্রকৌশলী আনিছুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার বড়চওনা বাজারে রেমিটেন্স যোদ্ধা ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে।
জানা যায়, কচুয়া ও বড়চওনা সড়কে নিম্নমানের কাজের প্রতিবাদ করে এক প্রবাসী ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর আনিসুর রহমান রেমিটেন্স যোদ্ধাদের কামলা বলে ও সাংবাদিকদের কটুক্তি করেন। এরই প্রেক্ষিতে ফুঁসে উঠে প্রবাসী ও এলাকাবাসী । সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বয়ে যায়। অবস্থা বেগতিক দেখে সড়ক ও জনপদ কর্তৃপক্ষ প্রথমে আনিসুর রহমানকে শোকজ ও পরবর্তীতে সিরাজগঞ্জ বদলি করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিকদার মোঃ সবুর রেজা, রোপন খান, ইউপি সদস্য আশরাফ, ইউপি সদস্য মিজান, মেহেদী হোসেন, মোতালেব, মামুন প্রমূখ। মানববন্ধনে বক্তারা প্রকৌশলী আনিসুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি ও কচুয়া বড়চওনা সড়কের উন্নয়ন কাজ যথাযথভাবে করার দাবি জানান।