
ছবি সংগৃতীত
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন,তারেক রহমান অতি শীঘ্রই দেশে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, বিবিসি বাংলায় তারেক রহমানের দুই পর্বের সাক্ষাৎকার ৫কোটি মানুষ দেখেছেন, এখনো দেখছেন, অনেকেরই মন্তব্য তারেক রহমান বদলে গেছেন, আর কল্পনায়ও বাংলাদেশকে বদলের ও উচ্চ পর্যায়ে নেওয়ার রূপরেখা এঁকে রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ধানের শীষ বিজয়ের সুনিশ্চিত হওয়ার পরই তার রূপরেখা বাস্তবায়ন হবে। বুধবার (১৫অক্টোবর) টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৮ নং বহরিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, মোঃ খোরশেদ আলম মাস্টার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। জনাব আযম খান আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘণ্টাই বাংলাদেশ ও দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিদেশে,গার্মেন্টস ফ্যাক্টরিসহ প্রতিটি সেক্টরে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।