
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ ৩ নভেম্বর, রোজ সোমবার, সারাদেশে বিএনপি ঘোষিত প্রার্থীদের তালিকায় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) সংসদীয় আসনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আহমেদ আযম খানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
প্রার্থীর মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দে মেতে ওঠেন। বিকেলে সখিপুর উপজেলা শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।নেতাকর্মীরা এ সময় “ধানের শীষের বিজয় হবেই”, “আহমেদ আযম খানের নেতৃত্বে টাঙ্গাইলে পরিবর্তন আসবে”— এমন নানা স্লোগান দিতে থাকেন।
স্থানীয় নেতারা বলেন, আলহাজ্ব এডভোকেট আহমেদ আযম খান একজন পরীক্ষিত ও বিএনপির কেন্দ্রীয় নেতা। তাঁর মনোনয়নে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।