নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের সখিপুরে শিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের পক্ষ থেকে তিনশত মসজিদে প্রতি মসজিদে ২৫ হাজার টাকা হিসেবে ৭৫ লক্ষ টাকা অনুদান বিতরন করা হয়েছে। লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) শনিবার বিকালে উপজেলা সদরের সখিপুর পিএম পাইলট (গভ:) স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ অর্থ বিতরন করেন।
অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সালাউদ্দিন আলমগীর রাসেলের মাতা সালমা বেগম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার কামাল হোসেন, বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম,প্রফেসর বেলায়েত হোসেন, আঃ হক আল আজাদ, ফজলুল হক বাচ্চু, শেখ জাহাঙ্গীর প্রমুখ।